লাইব্রেরী চর্চায় আরো মনোযোগী হতে হবে

 ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শেখ আব্দুস সালাম আলোচনা সভায় বলেন, আমাদের সবাইকে লাইব্রেরী চর্চায় আরো মনোযোগী হতে হবে।

শুধু বিসিএস চাকরী প্রত্যাশী বই পড়ার জন্য লাইব্রেরীতে ভীর করা যাবেনা। এছাড়া তিনি আরও বলেন, প্রতিদিন আমাদের উচিত একটি পাতা হলেও পড়া যা আমাদের জীবনমুখী শিক্ষার কাজে লাগে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ‘স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা আয়োজন’সহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

এসময় প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভাটিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস.এম আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম আলী হাসান প্রমুখ।

ইবাংলা/ জেএন/ ৫ ফেব্রুয়ারি , ২০২৩

লাইব্রেরী চর্চায় মনোযোগী হতে হবে