ভুমিকম্প দুর্গত জনপদে বাংলার মিশন

ইবাংলা ডেস্ক

তুরস্কে ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহযোগীতা নিয়ে যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী একটি কার্গো বিমান। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১ টায় ঢাকা থেকে তুরস্কের দুর্গত জনপদের দিকে রওনা হয়েছে বিমানটি।

উদ্ধার কাজে বিমান বাহিনীর সি ১৩০ জে বিমানটি উড়াল দিয়েছে তুরস্কের সিরিয়া সীমান্তে। এটি মুলত দুর্যোগকালীন সময়ে দেশের মধ্যে মালামাল পৌছে দেয়ার জরুরি বিমান। বিমানটি ছাড়ার প্রথম ৯ ঘন্টায় আবুধাবি পৌছেঁছে। বিমানের তেল শেষ । ফের জ্বালানী নিতে আবুধাবি অপেক্ষা।

আরও পড়ুন…ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের ১ মাসের বেতন দেবেন তাইওয়ান

এ ধরনের কার্গো বিমানে বসার জন্য আলাদা করে কোন আসন থাকে না। থাকে না কোন টয়লেটও। তারমধ্যেই গাদাগাদি করে বসে উদ্ধার কাজে অংশ নিতে বিমানের ভেতরে যোগ দিয়েছেন ৬০ জন। এদের মধ্যে সেনাবাহিনীর ১০ জনের বিশেষজ্ঞ মেডিকেল টিম, ইনজিনিয়ারিং কোর আর ফায়ার সার্ভিসের সদস্যরা। পুরে টিমের নেতৃত্বে আছেন উইং কমান্ডার মামুন এবং লে. কর্নেল রুহুল আমিন।

কখন পৌঁছাবেন তুরস্ক – সিরিয়া সীমান্তে, কখন ঝাপিয়ে পড়বেন ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে, এইজন্য। এই টিমে একমাত্র সংবাদকর্মী কেরামত উল্লাহ বিপ্লব।

ভুমিকম্প দুর্গত ওই জনপদে থাকার জায়গা নেই, খাবার নেই, যাতায়াতের ব্যবস্থা নেই । চারিদিকে শুধু লাশ আর লাশ। এরমধ্যে কাজ করবেন তারা। বাংলাদেশের মানুষ যে তুরস্কের ঘনিষ্ট বন্ধু তার প্রমান দেব। সূত্র: Karamot Ullah Biplob ফেসবুক ওয়াল

ইবাংলা/টিএইচকে

দুর্গত জনপদেবাংলার মিশন