থ্যালাসেমিয়া রোগ থেকে সচেতন করতে ৯৬ জনের প্রচারাভিযান

রিন্টু মুন্সী, নড়াইল প্রতিনিধি :

“রক্তের বন্ধনে সচেতনতা যাত্রা ” প্রতিপাদ্য কে সামনে রেখে বারাসাত কোলকাতা থেকে ৯৬ জনের প্রতিনিধি দল নড়াইলে এসেছেন। এ উপলক্ষে শুক্রবার (১০ ফ্রেবুয়ারি) দুপুরে নড়াইল পৌরসভা মিলনায়তনে থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়তে এবং নিরাপদ রক্ত সঞ্চালন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা।

অল ইন্ডিয়া ভলান্টারি বøাড ডোনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন-সংগঠনের সভাপতি বাসুদেব ভরদ্বাজ, সাধারণ সম্পাদক দিলীপ মন্ডল, কার্যকরী সভাপতি আশিস বৈদ্য, সহ-সভাপতি প্রবীর কুমার, নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার পার্থ সারথী দাসসহ বিভিন্ন পেশার মানুষ।

চিকিৎসকসহ বিশেষজ্ঞরা বলেন, থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়তে বিয়ের আগে অবশ্যই নারী ও পুরুষের রক্ত পরীক্ষা করতে হবে।

যদি দু’জনের রক্তে থ্যালাসেমিয়ার বাহক পাওয়া যায়, তাহলে তাদের বিয়ে করা যাবে না। এক্ষেত্রে একজনের রক্তে থ্যালাসেমিয়ার বাহক পাওয়া গেলে বিয়েতে কোনো সমস্যা নেই।

ইবাংলা/ জেএন/১০ ফেব্রুয়ারি , ২০২৩

প্রতিনিধি দলের প্রচারাভিযান