বরগুনায় দুই কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় ২ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্য অবস্থান করছে।
খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় ডিবি পুলিশের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয় কাওসারের। পরে তাকে আটক করতে সক্ষম হয় ডিবি।
শনিবার ১১ ফ্রেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমরাঝুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া পুলিশ সদস্যর নাম মো: কাওসার (২৪)। তিনি একই এলাকার আলম শিকদারের ছেলে। বরিশাল পুলিশ লাইন্সে তিনি কর্মরত ছিলেন।
জেলা ডিবি আরও জানান, এই পুলিশ সদস্য কাওসার বরিশাল পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তবে নারীঘটিত কেলেঙ্কারিতে সাময়িক বরখাস্তও করা হন তিনি।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো: শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে কাওসারকে আটক করি।
আরও পড়ুন…আ.লীগ রাজনৈতিকভাবে আর জীবিত নেই: মান্না
তিনি একজন পুলিশ সদস্য তবে বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত আছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
ইবাংলা/ জেএন/১০ ফেব্রুয়ারি , ২০২৩