ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারাদেশে সর্বমোট ৩৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আটজনের মৃত্যু হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন সারা বছরই কমবেশি লক্ষ করা যাচ্ছে। বছরের এই সময়; অর্থাৎ শীতকালে এর প্রাদুর্ভাব একটু কম থাকে।
তারপরও এ বছর এখন পর্যন্ত ৬৫৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৩১৩ জন ভর্তি হয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। বাকি ৩৪৫ জন ঢাকার বাইরে অন্যান্য জেলায়।
কন্ট্রোল রুম জানিয়েছে, সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকায় ১৫ জন। বাকি ২০ জন ভর্তি অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে।
আরও পড়ুন…জবি বাঁধনের ১৪তম ডোনার সংবর্ধনা, নবীন বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
চিকিৎসা শেষে এ বছর ৬১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাঁদের মধ্যে ২৯৩ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩২২ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার।
ইবাংলা/ জেএন/১২ ফেব্রুয়ারি , ২০২৩