মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১০ হাজার টাকা অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদরে একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গ্রামীণ হাসপাতাল ফার্মেসিতে অর্থদন্ড করেন নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামীণ হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় তাদের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

পরে অভিযুক্ত প্রুতষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানার একদল পুলিশ।

ইবাংলা/ জেএন/১২ ফেব্রুয়ারি , ২০২৩

১০ হাজার টাকা অর্থদন্ড