সৃজনশীলতা বিকাশে অনন্য মাগুরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ

জবি প্রতিনিধি :

 

মাগুরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ‘রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠান ২০২৩’র আয়োজন করা হয়। পুরান ঢাকার স্টার কাবাব রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন মোঃ হেদায়েতুল্লাহ তুর্কী, মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদ মোক্তার হোসেন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন শামীম, মো: জাহাঙ্গীর আলম ও মিরান হোসেন। এছাড়াও মাগুরা জেলার জবির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি শারফুল আলম তানিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুনিয়া আক্তার জুথী।

রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে ৬ জন কে পুরষ্কৃত করা হয়। তারা হলেন: ইমন শেখ, মো: হাবিবুল্লাহ, ফজলে রাব্বি, ফাহমিদা সুলতানা লিমা, হাসিবুল হাসান প্রিন্স ও শাহীন মিয়া।

মাগুরা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি শারফুল আলম তানিন বলেন, সৃজনশীলতা বিকাশে অনন্য মাগুরার শিক্ষার্থীরা। তাদের ভিতরকার সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা। সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন। সকলকে ধন্যবাদ আমাদেরকে সহযোগীতা করার জন্য।

সাধারণ সম্পাদক মুনিয়া আক্তার যুথী বলেন, আমাদের অনুষ্ঠানটি ছিলো ‘তরুণদের চোখে বঙ্গবন্ধু ‘ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। আমরা চেয়েছিলাম তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর সম্পর্কে আরো গভীরভাবে জানুক। সে লক্ষেই আমাদের ছাত্রকল্যাণ থেকে এমন উদ্যোগ। আলহামদুলিল্লাহ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা এমনই একটু সময়োপযোগী প্রোগ্রাম করতে পেরেছি। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আরো আশাবাদী করেছে। আমরা চেষ্টা করবো আরো এমন নতুন নতুন সময়োপযোগী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের ছাত্রকল্যাণের মাধ্যমে তরুণ প্রজন্মকে এভাবেই সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবো।

জবি