ডাক্তারের বর্ষপূর্তি আনুষ্ঠানিকতায় রোগীদের ভোগান্তি

নোয়াখালী (সেনবাগ) প্রতিনিধি

নোয়াখালী জেলার সেনবাগ এক ডাক্তার স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরির বর্ষপূর্তি (১বছর) উৎসব পালন করতে গিয়ে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শতাধিক রোগী চিকিৎসা সেবা না দিয়ে প্রায় ২ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে অনেক জরুরি রোগি।

চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, এ ঘটনায় রোগী ও বৃদ্ধদের অবর্ণনীয় ভোগান্তিতির মুখে পড়তে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভুক্তভোগী দুর্দশার চিএ তুলে ধরে স্টাটাস দিলে শুরু হয় তোলপাড়।এছাড়া এছাড়া ২১শে ফ্রেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ঐ হাসপাতালে জাতীয় পতাকা অর্ধমিত না রাখার অভিযোগ উঠে।

আরও পড়ুন…মুক্তিযোদ্ধাকে পেটালেন কিশোর গ্যাং সদস্যরা

বুধবার ২২ ফ্রেব্রুয়ারী সকাল ১২টা থেকে ২টা নোয়াখালীজেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: মহিবুস সালাম সবুজ হাসপাতালে রোগী সেবা না দিয়ে নিজের বর্ষপূতি পালন করে

সেনবাগের আয়েশা আক্তার(৩০)ভূক্তভোগীর অভিযোগ,বর্ষপূতি পালনে অনান্য ডাক্তারসহ কর্মচারীরা ব্যস্ত ছিলেন,ফলে চিকিৎসা না নিয়ে তিনি বাসায় চলে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোগীর সীমাহীন ভুক্তভোগীর একটি স্টাটাস সেনবাগে তোলপাড় শুরু হয়।

সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগিদের অপেক্ষার দীর্ঘ লাইনের চিত্র। ছবি- ইবাংলা প্রতিনিধি

 

জাাযায়,৫০শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কম প্লেক্সে সকাল থেকে দুপুর পড়ন্ত নোয়াখালীর বিভিন্ন স্হান থেকে স্বল্পমূল্যে চিকিৎসা নিতে রোগীরা টিকেট কেটে চিকিৎসা নিতে আসেন।

বুধবার সকালে রোগী লাইনে দাঁড়িয়ে থাকলেও ১২টা থেকে দুপুর ২টা ডাক্তার মহিবুস সালামের হাসপাতালে যোগদান ১বছর পূর্ণ হয়।সে কারণে হাসপাতাল মধ্যেই তিনি কেক কেটে বর্ষপূতির অনুষ্ঠান আয়োজন করে।

ফলে অনুষ্ঠানে অংশ নিতে ডাক্তারসহ কর্মচারীরা শুভেচ্ছা জানাতে হাসপাতাল ডাক্তার কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানাতে রোগীদের লাইনে দাঁড় করিয়ে অংশ নেব অনুষ্ঠানে।

এসময় চিকিৎসা নিতে আসা শতাধিক নারী পুরুষ অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয়।অনেকে চিকিৎসা না নিয়ে বাসায় ফিরে যান

অভিযোগ সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্স ডা: মহিবুস সালাম সবুজেকে ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা জানতে চাইলে তিনি রোগী দেখে ফোন করবেন বলে এড়িয়ে যান।

সিভিল সার্জন মাসুম ইফতেখার বিষয়টি স্বীকার করে বলেন, এ বিষয়ে আমাদের তদন্ত চলছে, রিপোর্ট এলেন ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা/টিএইচকে

ভোগান্তিরোগীদের