২০২২ সালে ব্যাট ও বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ। ২২ গজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার স্বরূপ আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নেওয়ার স্বীকৃতি স্বরূপ একটি স্মারক ক্যাপ পেয়েছেন মেহেদী মিরাজ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) মিরাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে ক্যাপ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ মাথায় দিয়ে ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ হাতে পেলাম।’
২০২২ সালে ১৫ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেন মিরাজ। বল হাতে ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন ৩৩০ রান। ব্যাটিং গড় ছিলো ৬৬। ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিও করেছিলেন এই টাইগার অলরাউন্ডার।
ইবাংলা/টিএইচকে