ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটকে আমলে না নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলটির মুখোমুখি হতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
আজ বুধবার দুপুর ১২টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।
সিরিজে এগিয়ে থাকতে ভালো শুরুর লক্ষ্য বাংলাদেশের। এ বিষয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘প্রথম লক্ষ্যই হলো সিরিজ জয়। আমরা সর্বশেষ পাঁচ বা ছয়টি সিরিজের সবগুলোতেই জিতেছি। ইংল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস আমাদের আছে।’
২০১৫ সালের পর একমাত্র দল হিসেবে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ইংল্যান্ড। বাংলাদেশে সিরিজ জয়ের পর থেকে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠা ইংলিশরা আক্রমণাত্মক ব্র্যান্ডের খেলা শুরু করে।
এটি ইংলিশদের জন্য বিশ্বের যেকোনো দেশে খেলতে সহায়ক হয়েছে। তাদের খেলার ধরন এতটাই কার্যকরী হয়েছে, যার সুবাদে বর্তমানে ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
এই সিরিজ দিয়ে প্রধান কোচ হিসেবে বাংলাদেশের হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করবেন চন্ডিকা হাথুরুসিংহে। ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেটকে ‘অভূতপূর্ব’ অভিহিত করে হাথুরু বলেন, কিভাবে উইকেট ইস্যুকে পরিকল্পনার বাইরে রাখা যায়, সেটি তারা জানে।
হাথুরুসিংহে বলেন, ‘আমরা ইংল্যান্ডের মত খেলতে গেলে সেটা ঠিক হবে না। তারা বিশ্ব চ্যাম্পিয়ন দল। তবে আমরা আমাদের সেরাটা খেলতে চাই।’
তিনি আরো বলেন, ‘তাদের একটি দল অন্য জায়গায় খেলছে, এখানে আরেকটি দল খেলছে। আমরা দেখতে চাই, আমরা কোথায় আছি এবং লক্ষ্য পূরণে ভুলগুলো খুঁজে বের করতে হবে। আমরা যদি এই কন্ডিশনে ভালো করতে পারি এটি আমাদের আত্মবিশ্বাস যোগাবে।’
বাংলাদেশের নিচু ও ধীর গতির উইকেট বিশ্বের যে কোন দলের জন্যই কঠিন। ভারতের মত দলও এমন সমস্যায় পড়েছিলো। ২০১৫ সাল থেকে এখানে দু’বার খেলে দু’টি ওয়ানডে সিরিজই হেরেছে টিম ইন্ডিয়া।
এবার নিজেদের মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশের আধিপত্য। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেছেন, ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আগে এখানকার কঠিন কন্ডিশনে নিজেদের পরীক্ষা করে নিতে চান তারা।
বাটলার বলেন, ‘আমরা জানি এখানকার কন্ডিশন আমাদের জন্য কঠিন হবে। তবে আমরা ঠিক এটিই চাই। এটি এমন একটি চ্যালেঞ্জ, দল হিসেবে কঠিন কন্ডিশনে নিজেদেরকে পরীক্ষা করতে চাই।’
তিনি আরো বলেন, ‘সম্ভবত ভারত ও এখানকার কন্ডিশন প্রায় একই রকম। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে এবং এই সিরিজ নিয়ে আমরা অনেক বেশি রোমাঞ্চিত।’
এখন পর্যন্ত ২১টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এর মধ্যে বাংলাদেশের জয় চারটিতে এবং ইংল্যান্ডের জয় ১৭টিতে।