মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে শুরুটা বেশ ভালোই হয়েছিলো, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ধরে রাখতে পারেনি শুরুর সেই ধারাবাহিকতা। নাজমুল হোসেন শান্ত যেন একাই লড়ে গেলেন উইকেটের এক প্রান্ত আগলে রেখে।
অন্য প্রান্তে তামিম, মুশফিক বা মাহমুদুল্লাহ আসাহ জাগিয়েও ফিরলেন অল্পতেই। শান্ত তুলে নিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি। তার ফিফটিতে ভর করেই ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করলো ২২০ রান।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংইয়ে নেমে বাংলাদেশের পরীক্ষাটা ছিলো জোফরা আর্চার বা মার্ক উডদের পেস-বাউন্সের বিপক্ষে।
সেই পরীক্ষায় অধিনায়ক তামিম যেভাবে শুরু করলেন তাতে বেশ ভরসা পেতেই পারতো বাংলাদেশ। ইংল্যান্ডকে তিনশ বা তার কাছাকাছি রানের লক্ষ্য দেওয়াই যেন অনায়াসে। তবে সে আশায় গুড়েবালি। এক শান্ত ছাড়া ইংলিশ বোলারদের স্বাচ্ছন্দ্যে খেলতে পারলেন কেউই।
টাইগারদের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল বেশ ভালো শুরু করেছিলেন। তবে তার সঙ্গী লিটন দাস এদিন যেন ছন্দই খুঁজে পাননি। তামিম এক প্রান্তে সাবলীল ব্যাটিং করে রানের চাকা সচল রাখলেও দলীয় ৩৩ রানে গিয়ে ১৫ বলে ৭ রান করেই সাজঘরে ফেরেন লিটন।
ইবাংলা/টিএইচকে