সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল।
শনিবার (৪ মার্চ) সেখানে পৌঁছালেও এদিন কোনো দলই অনুশীলন করেননি, টিম হোটেলে বিশ্রাম নিয়েছেন সাকিব-বাটলাররা।
রোববার (৫ মার্চ) শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে টাইগার-থ্রি লায়ন্সরা। এদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজেদের ঝালিয়ে নেবে তামিমের দল। অন্যদিকে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুশীলনে নামবে মঈন আলীরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ জিতে এরই মধ্যে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ইংলিশ শিবির। তাই সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টাইগারদের লক্ষ্য থাকবে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানো। অন্যদিকে শেষ ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে জস বাটলারের দল।
উল্লেখ্য, সোমবার (৬ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাগরিকায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই মাঠে বৃহস্পতিবার (৯ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতে থ্রি-লায়ন্সদের মুখোমুখি হবে টাইগার শিবির।