সিদ্দিকবাজারে বিস্ফোরণ কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের তদন্ত

ইবাংলা ডেস্ক

রাজধানীর সিদ্দিকবাজারের ভবনটিতে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। বুধবার (৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন…গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত বেড়ে ১৬

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, তদন্ত কমিটিকে বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য ৫ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। বাকি ৩ সদস্যের নাম পরে জানানো হবে।

এর আগে সকালে বিস্ফোরণ হওয়া ভবনটিতে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে সেনা সদস্যরা। বিস্ফোরণের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মঙ্গলবার রাত ১১টায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারে ওই ভয়াবহ বিস্ফোরণে ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২),

আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মাঈন উদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস (৬০), হৃদয় (২০), নুরুল ইসলাম ভূঁইয়া ৫৫), মো. সিয়াম (১৯)।

ইবাংলা/টিএইচকে

তদন্তফায়ার সার্ভিসের