মধুপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হাবিবুর রহমান, মধুপুর ( টাঙ্গাইল)

‘‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন”এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৮মার্চ)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।

আরও পড়ুন…ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসাইন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠিনা নকরেক, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এড ইয়াকুব আলী,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, মধুপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহি উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন…৫ লক্ষণে বোঝা যাবে শিশুর পুষ্টি ঘাটতি, করণীয় কী

এছাড়াও কারিতাস আলোক-৩, নিজেরা করিসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে।

ইবাংলা/ টিএইচকে

আন্তর্জাতিকনারী দিবস