দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষা শেষে আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপের শিরোপা। কাতার বিশ্বকাপে সোনার মুকুট মাথায় তোলার পেরিয়ে গেছে দুই মাসেরও বেশি। তবে সেই উচ্ছ্বাস যেন এখনও শেষ হচ্ছে না আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মহানায়ক মেসির। সেই উচ্ছ্বাস যেন আরেকবার ছড়িয়ে পড়লো চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের আগে পিএসজির হয়ে সংবাদ সম্মেলনে এসে।
আজ বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে মাঠে নামার আগে পিএসজির হয়ে কথা বলতে এসে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চান বলেই জানান মেসি। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ না জেতানো পর্যন্ত অন্য কোথাও যাচ্ছেন না বলেও জানান মেসি।
সেই সংবাদ সম্মেলনেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার স্মৃতিও তুলে আনেন মেসি। আলবিসেলেস্তাদের হয়ে বিশ্বকাপ জয় করা প্রসঙ্গে মেসি বলেন, ‘এটি (বিশ্বকাপ জয়) দুর্দান্ত একটা মুহূর্ত। এই অভিজ্ঞতা আমি কোনো দিন ভুলতে পারব না। এই অনুভূতিটা ঠিক অন্য কাউকে বোঝানোও সম্ভব নয়। তাই নয় কি? কেননা, এটা আমার সারা জীবনের স্বপ্ন ছিল।’
এর আগে চারটি বিশ্বকাপে অংশ নিয়েও খালি হাতেই ফিরতে হয়েছিলো মেসিকে। কাতারে বিশ্বসেরার ট্রফি হাতে তুলতে খুব কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে জানিয়ে মেসি বলেন, ‘অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আর্জেন্টিনার প্রতিটি মানুষকে আমরা একটা উপহার দিতে পেরেছি। দেশে যেভাবে উদ্যাপন হয়েছে, তাতেই পরিষ্কার কতটা গর্বিত করতে পেরেছি।’
ইবাংলা/এসআরএস