অস্ত্রোপচার সম্পন্ন, হাসপাতাল ছাড়ছেন নেইমার

নিজস্ব প্রতিবেদকঃ

অ্যাঙ্কেলের ইনজুরির কারণে মৌসুমের বাকি সময় আর মাঠে নামতে পারবেন না নেইমার, সেটি জানা গিয়েছিলো আগেই। বারবার ফিরে আসা এই চোট থেকে মুক্তি পেতে পিএসজির মেডিকেল বোর্ড ও চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন নেইমারকে। কাতারের রাজধানী দোহার আসপিটার হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন…বাংলাদেশ সফরের আগে তিন পরিবর্তন আয়ারল্যান্ড দলে

পিএসজির মেডিক্যাল টিমের উপদেষ্টা ও আসপেতার হাসপাতালের সহকারী পরিচালক হাকিম চালাবি বলেছেন, ‘নেইমার জুনিয়রের অস্ত্রোপচার হয়েছে, এটা সফল ছিল। এখন তিনি খুব ভালো আছেন এবং হাসিখুশি। তার কোনও ব্যথা নেই এবং অস্ত্রোপচার করা চিকিৎসকরাও খুশি।’
আজ রোববার ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল ছাড়ছেন নেইমার। চালাবি বলেছেন, ‘কিছুদিন বিশ্রাম নেওয়ার পর তার ফিজিওথেরাপি শুরু হবে। পরে আমরা তার মাঠে ফেরার সময় বিবেচনা করব, এখন এনিয়ে কথা বলা তাড়াতাড়ি হয়ে যায়। কিছুদিন তাকে ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হবে তারপর আস্তে আস্তে হালকা ভারী জিনিস তুলবেন।’

গত মাসে লিলের বিপক্ষে লিগ ওয়ান ম্যাচে সবশেষ গোড়ালির চোট পান নেইমার। ২০১৮ সালেও একই গোড়ালিতে আঘাত পান। চালাবির মতে, এই অস্ত্রোপচারের পর নেইমারের ইনজুরির ঝুঁকি অনেকটাই কমে যাবে এবং স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি।

নেইমারহাসপাতাল