নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুই রিটের শুনানি কাল

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত করার প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে করা দুটি রিট একসঙ্গে শুনানির জন্য আগামীকাল বুধবার (১৫ মার্চ) দিন ধার্য করেছেন হাইকোর্ট। এদিন বেলা ১১ টায় এ বিষয়ে শুনানি হবে।

আরও পড়ুন…সংঘর্ষের দুই দিন পর রাবিতে ক্লাস শুরু

মঙ্গলবার (১৪ মার্চ) এ বিষয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে একটি রিটের পক্ষে ছিলেন রিটকারি আইনজীবী এম এ আজিজ খান। আরেকটি রিটের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মোমেন চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

ইবাংলা/এইচআর/১৪ মার্চ-২০২৩

নির্বাচনরাষ্ট্রপতি