বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

বান্দরবান পাবত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক, বৌদ্ধ বিহার, সেচ ড্রেনসহ ১৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মঙ্গলবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের বরইতলী উচ্চ বিদ্যালয় মাঠে ফলক উম্মোচন করে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন…ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমালোচনা দূর করার চেষ্টা করছি: আইনমন্ত্রী

পরে ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জন সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় পাহাড়েও ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধুমাত্র সীমান্তবর্তী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১১৫ কোটি, এলজিইডি ১৬০ কোটি এবং জেলা পরিষদ ৪৬ কোটি টাকাসহ মোট ৩শ ২১ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ক্যানু অং চাক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার। জেলা আওয়ামী লীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ এর সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগ সদস্য আবু তাহের কোম্পানী.আলহাজ্ব খায়রুল বাশার, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মারমা, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বক্তব্য রাখেন।

ইবাংলা/এইচআর/১৪ মার্চ-২০২৩

উদ্বোধনপ্রকল্প