ডেঙ্গু: মৃত্যু নেই, হাসপাতালে ২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে ‘সেঞ্চুরি’ মোস্তাফিজের

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি একজন ঢাকার হাসপাতালে এবং একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট ২৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৩ ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: ইংলিশদের বাংলাওয়াশ: টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৮৮ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪০৪ জন রয়েছেন।

একইসময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৫৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৬৫ এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৮৮ জন।

ইবাংলা/এসআরএস