সুপ্রিম কোর্ট বারের ভোট, নজিরবিহীন পুলিশের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদকঃ

দুই বছরের জন্য (২০২৩-২০২৪) নেতা নির্বাচনে সুপ্রিম কোর্ট বারে ভোট অনুষ্ঠিত হবে আজ। বুধবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নতবে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পৃথক পৃথক নির্বাচন পরিচালনার সাব কমিটি গঠনের ফলে ভোট অনুষ্ঠান নিয়ে দেখা দিয়েছে জটিলতা। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা পৃথক নির্বাচন কমিশন গঠন করায় ক্রমেই এই জটিলতা বাড়ে। সবমিলিয়ে ভোট অনুষ্ঠান নিয়েও আছে শঙ্কা।

আরও পড়ুন…মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু

এদিকে, ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মুখে মঙ্গলবার (১৪ মার্চ) আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে সুপ্রিম কোর্ট বারে বিক্ষোভ করেছেন। এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন নিয়ে দুই পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে পড়ে আদালত অঙ্গন। ফলে আদালতপাড়ায় জোরদার করা হয় নিরাপত্তা।

এই নির্বাচনকে কেন্দ্র করে আজ সকাল ৭ টা থেকেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ছিল শত শত পুলিশের উপস্থিতি। এছাড়া সাদা পোষাকে দায়িত্ব পালন করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। দুই দিন ব্যাপি এই নির্বাচনের ভোট গ্রহণ শুরুর সময় সকাল ১০ টা। তবে সকাল ৭ টা থেকেই আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সমিতি প্রাঙ্গণে এসে উপস্থিত হন।bদুই দিনব্যাপী অনুষ্ঠেয় এই নির্বাচনের ভোটগ্রহণ শুরুর সময় বুধবার সকাল ১০টা থেকে। তবে তার আগে সকাল ৭টা থেকেই আইনজীবীরা সমিতি প্রাঙ্গণে আসতে শুরু করেছেন।

আরও পড়ুন…ত্রিদেশীয় মহাসড়ক, মিয়ানমারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ

এর আগে ভোটগ্রহণ নিয়ে মঙ্গলবার (১৪ মার্চ) আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে সুপ্রিম কোর্ট বারে বিক্ষোভ করেছেন। এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন নিয়ে দুই পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে পড়ে আদালত অঙ্গন। ফলে আদালতপাড়ায় জোরদার করা হয় নিরাপত্তা। ২০২৩-২০২৪ সেশনের ভোটগ্রহণের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান বীর মুক্তিযোদ্ধা মুনসুরুল হক পদত্যাগ করার পর থেকে আইনজীবীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ইবাংলা/এইচআর/১৫ মার্চ ২০২৩

কোর্টবারেরভোট