তৃতীয় স্বামীর বিরুদ্ধে শ্রাবন্তীর মামলার স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ

বিতর্ক আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। ওপার বাংলার এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা সবসময়। তিন নম্বর বিয়েও ভেঙেছে, ছাদ আলাদা হলেও কাগজে-কলমে এখনো স্বামী-স্ত্রী শ্রাবন্তী ও রোশন সিং। তাদের ডিভোর্সের মামলা আদালতে বিচারাধীন। ২০২১ সালে প্রকাশ্যে আসে বিয়ে বিচ্ছেদের পাশাপাশি রোশনের বিরুদ্ধে খোরপোষের মামলা করেছেন অভিনেত্রী। এবার সেই মামলার অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন…শিল্পকলা একডেমির পরিচালক পদে জ্যোতিকা জ্যোতি

মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় যে ‘পারজারি’ (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি থাকবে। এ নিয়ে সংবাদমাধ্যমকে রোশনের আইনজীবী বলেন, ‘আদালত জানিয়েছে, পারজারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোশের মামলায় স্টে অর্ডার দিয়েছে আদালত।’

আরও পড়ুন…ওমরাহ পালন করতে সৌদি গেলেন চিত্রনায়িকা রেসি

এ প্রসঙ্গে রোশনের সিংয়ের জানান, আদালতের সিদ্ধান্তে তিনি খুশি। তবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, তৃতীয় স্বামী রোশনের কাছে মাসে প্রতি মাসে ৭ লাখ টাকা খোরপোষ দাবি করেছেন শ্রাবন্তী। অন্যদিকে রোশনের সঙ্গে সংসার ভাঙার পর একই আবাসনের ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই নিয়ে বরাবারই মুখে কুলুপ এঁটে থেকেছেন শ্রাবন্তী।

ইবাংলা/এইচআর/১৫ মার্চ ২০২৩

খোরপোষেরশ্রাবন্তীর