সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার যুক্তরাষ্ট্রের বাড়ি জব্দে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিগগিরই এ চিঠি দেবে প্রতিষ্ঠানটি।
বুধবার (১৫ মার্চ) দুদক সচিব মো. মাহফুজ হোসেন রাজধানীর সেগুনবাগিচায় সাংবাদিকদের এ কথা জানান।
আরও পড়ুন: দেশে মার্চের প্রথম দশ দিনে রেমিট্যান্স এসেছে ৭৩০০ কোটি টাকা
মো. মাহফুজ হোসেন অভিযোগ করে বলেন, কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করেছেন। ওই অর্থের দুই লাখ ৮০ হাজার ডলার যুক্তরাষ্ট্রে থাকা তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্টে পাচার করেন। এই টাকায় কেনা হয় যুক্তরাষ্ট্রের তিনতলা বাড়ি।
এ ঘটনায় দায়ের করা মামলার সঠিক তদন্তের স্বার্থে যুক্তরাষ্ট্রে এসকে সিনহা ও অনন্ত সিনহার ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ২০ ফেব্রুয়ারি এই আদেশ দেন আদালত।
আরও পড়ুন: বান্দরবানে আবারো তিন উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
দুদক সচিব জানান, বাড়িটি ক্রোক/ব্যাংক হিসাব ফ্রিজসহ বিভিন্ন আলামত সংগ্রহের জন্য তদন্তকারী কর্মকর্তা শিগগিরিই যুক্তরাষ্ট্রে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকুয়েস্ট (এমএলএআর) পাঠাবেন।
ইবাংলা/এসআরএস