ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদকঃ

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত থেমে থেমে গাড়ি চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন…সংবাদযোদ্ধাদের উপর লাঠিচার্জে অনলাইন প্রেস ইউনিটির নিন্দা

এলেঙ্গা এলাকা থেকে বগুড়াগামী বাসচালকের সাথে কথা বলে জানা যায়, পৌলি থেকে এলেঙ্গা আসতে প্রায় ১ ঘণ্টা সময় লেগেছে। সামনের গাড়ি টানে না। বসে থাকতেও ভালো লাগছে না। এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, মধ্য রাত থেকে যানবাহনের চাপ বেড়ে যায়।

এ ছাড়া, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে চলছে যানবাহন। আমরা চেষ্টা করছি দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করতে।

ইবাংলা/এইচআর/১৬ মার্চ ২০২৩

তীব্রমহাসড়কেযানজট