মধুপুরে গারো নারী সংগঠনের নারী দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের গারো নারীরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বুধবার দিনব্যাপি বিশেষ কর্মসূচি পালন করেছে ।বর্ণাঢ্য র‌্যালি, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তিন গারো নারীকে সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রঙিন শাড়ীতে মেতে উঠেছিল নারীরা। এই গল্প আড্ডা আয়োজনে যোগ দিয়েছিলেন মধুপুরের উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন নারী কর্মকর্তারা। গারো নারীদের সাথে মিলেমিশে জমে উঠেছিল নারী দিবস।

আরও পড়ুন…ইসলামী ব্যাংকের বিল কালেকশন অ্যাওয়ার্ড প্রাপ্তি

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে তারা এ দিবসের কর্মসূচি পালন করে। বন অধ্যুষিত ফুলবাগচালা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গারো পল্লী প্রকৃতির থানারবাইদ মিশনারী স্কুল মাঠে গারো নারী সংগঠন আচিক মিচিক সোসাইটি, সিআইপি থানারবাইদ ও ওমেন্স ফেলোশিপ চার্চ অব বাংলাদেশের যৌথ উদ্যোগে নারী দিবসের আয়োজন করে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের অন্তত ১০ নারী কর্মকর্তা একই রঙের শাড়ী পড়ে এ নারী দিবসে যোগ দেন । আলোচনা পর্বে সভাপতিত্ব করেন আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রুং। প্রধান অতিথি ইউএনও শামীমা ইয়াসমীন ছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি গারো নেতা ইউজিন নকরেক , ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহসভাপতি ইয়াকুব আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, পীরগাছা মিশনের সিস্টার হোড বার্নিতা মাংসাং।

সমাপনী বক্তৃতা করেন রেভা. জেমস ডিউক বাড়ৈ। অনুষ্ঠানে স্বাবলম্বী নারী মিরনী হাগিদক,  রত্নগর্ভা নেবুল মোনালিসাদ দারু ও জনপ্রতিনিধি রত্না রেমাকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গারো নারীরা নৃত্য, সংগীতসহ নানা বিষয় পরিবেশন করেন।

ইবাংলা/এইচআর/১৬ মার্চ ২০২৩

গারোনারী