দেবের বিরুদ্ধে আদালতে প্রবীণ প্রতিবেশী

নিজস্ব প্রতিবেদকঃ

ফের বিতর্কে জড়ালেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। এবারে তার বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ আনলেন প্রতিবেশী প্রবীণ দম্পতি। এই দম্পতির দাবি, দক্ষিণ কলকাতায় দেব যে আবাসনের বাসিন্দা সেখানে তাঁর একটি মিউজিক স্টুডিও রয়েছে। যেখান থেকে গানবাজনার শব্দ ভেসে আসে। হাইকোর্টে এই মর্মে মামলা রুজু করেন দেবের বৃদ্ধ প্রতিবেশী নিকোলাস ওয়ারেন বার্ড। তাঁর অভিযোগ, তাঁর স্ত্রী অসুস্থ। ফলে দেবের ফ্ল্যাট থেকে আসা গানবাজনার শব্দে তিনি অসুবিধা বোধ করেন। আবাসন কর্তৃপক্ষকে হাজার বলেও কাজ না হওয়ায় হাই কোর্টের দ্বারস্থ হন ওই প্রবীণ। তবে আদালত এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করল না। তাঁরা বল ঠেলে দিয়েছে পুরসভার কোর্টে।

আরও পড়ুন…‘রেডিও’ মুক্তি পেল প্রেক্ষাগৃহে

হাইকোর্টের তরফ থেকে বলা হয়, এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার কলকাতা পুরসভা নেবে। অন্যদিকে পুরসভা সূত্রে খবর, লাইসেন্স বিভাগের প্রধান ম্যানেজার এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে চলেছেন। যদিও পুরসভার আইনজীবী শুভ্রাংশু পাণ্ডা এদিন এ বিষয়ে বলেন, “নিজের বাসস্থানে কেউ ছোটখাটো ব্যবসা করলে তাঁকে লাইসেন্স দেওয়া হয়। দেবকে-ও তেমনই দেওয়া হয়েছে। আর তাছাড়া এ বিষয়ে পুরসভার দায়িত্ব সীমিত।”

এদিকে মামলাকারী প্রবীণের আইনজীবী পার্থসারথি দেববর্মণ জানান, “পুরসভার সিদ্ধান্তের অপেক্ষা করছি। তারপর প্রয়োজন হলে আবার মামলা করব হাইকোর্টে। বসবাসের জায়গায় কখনও-ই ব্যবসা করা যায় না।” পাশাপাশি অভিনেতার তরফে আদালতে জানানো হয়, কারও অসুবিধা করে ব্যবসায়িক কাজকর্ম চলছে না।

ইবাংলা/এইচআর/১৮ মার্চ ২০২৩

প্রতিবেশীপ্রবীণ