নাইক্ষ্যংছড়ি উপজেলা আ.লীগের সম্মেলন সম্পন্ন

বান্দরবান প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহকে সভাপতি ও পাবত্য জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার ১৮ ই মার্চ বিকালে জেলা কমিটির নেতৃবৃন্দ এই কমিটি অনুমোদন করেন।

আরও পড়ুন…কোম্পানীগঞ্জে আ.লীগ সভাপতিকে পেটালেন তিন ভাতিজা

শনিবার সকালে বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্মাদক ও পৌরসভা মোহাম্মদ ইসলাম বেবী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ইমরান সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা ।

বিশেষ অতিথির বক্তব্য দেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলার সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরী প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রসঙ্গত, ২০১৮ সালের ২মে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ মোহাম্মদ ও মো: ইমরান সাধারণ সম্পাদক ছিলেন।

ইবাংলা/এইচআর/১৮ মার্চ ২০২৩

নাইক্ষ্যংছড়িসম্মেলন