সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ

আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক বাংলাদেশ। তবে চোটের কারণে প্রথম ওয়ানডেতে খেলতে না পারা মিরাজকে দ্বিতীয় ওয়ানডেতেও পাওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন…এল ক্লাসিকোতে আবারও রিয়ালের হার

বৃষ্টির কারণে রোববার অনুশীলন করা হয়নি দুদলেরই। ব্যতিক্রম তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়ক ইনডোরে নেটে নিজেকে সময় দিয়েছেন। এ সময় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও হেরাথের তত্ত্বাবধানে নেট বোলারদের মোকাবিলা করেন তামিম। এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলে তামিমের জন্য সেটি হবে জন্মদিনের সেরা উপহার। আজ তার জন্মদিন। ৩৪-এ পা দিলেন এই স্টাইলিশ ব্যাটার।

তৃতীয়বারের মত দ্বিপাক্ষিক সিরিজে এবার মুখোমুখি বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২০০৮ সালে তিন ম্যাচের সিরিজে আইরিশদের হোয়াইওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১০ সালে আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল টাইগাররা। ঐ সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

সব মিলিয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় আটটিতে, আয়ারল্যান্ডের জয় দু’টিতে। সাম্প্রতিক ফর্ম এবং শক্তি বিচারে এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয় নিশ্চিতের পথেই আছে বাংলাদেশ।

এদিকে চোটের কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি মেহেদি হাসান মিরাজ। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন তামিম ইকবাল। কিন্তু এই ম্যাচেও মিরাজকে পাওয়ার সম্ভাবনা নেই। চোখের উন্নতি হলেও খেলার মতো অবস্থায় নেই তিনি। এখনও চোখে খানিকটা রক্ত জমে রয়েছে। যে কারণে চোখে সানগ্লাস পড়ে থাকতে হচ্ছে মিরাজকে।

আরও পড়ুন…আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও অনিশ্চিত মিরাজ

গত শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় আঘাত পেয়েছিলেন মিরাজ। গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে মুখে বল লাগে তার। চোট গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রনি তালুকদার।

ইবাংলা/এইচআর /২০ মার্চ ২০২৩

জয়েরলক্ষ্যেসিরিজ