প্রবীণ অভিনেতা খালেকুজ্জামান আর নেই

ইবাংলা ডেস্কঃ

মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান আর নেই। মঙ্গলবার (২১ মার্চ) সকালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিলো ৭২ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে জিশান। তিনি জানান, সকাল ১১টার দিকে নিজ বাসাতেই ইন্তেকাল করেছেন অভিনেতা।

জিশান বলেন, ‘কোনও সমস্যা ছিলো না বাবার। দুদিন আগে জ্বর হয়েছিলো, সেটাও ভালো হয়ে যায়। একেবারে হুট করেই আমাদের ছেড়ে চলে গেলেন।’

আরও পড়ুনবাড়ানো হল ভাইজানের নিরাপত্তা

খালেকুজ্জামানের প্রথম জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হচ্ছে নিকেতনে। এরপর বিমানবন্দর কার্গো মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান জিশান। তারপর অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে তৃতীয় জানাজা শেষে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে।

এদিকে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেছেন, ‘ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, মুক্তিযোদ্ধা ও অভিনেতা মো. খালেকুজ্জামান আজ (২১ মার্চ) সকাল ১১টায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার নামাজে জানাজা আজ বাদ আসর বিমানবন্দরের কার্গো মাঠে অনুষ্ঠিত হবে। সবাইকে অনুরোধ করছি জানাজায় অংশ নেওয়ার জন্য।’ খালেকুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের অনেকেই।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন খালেকুজ্জামান। দেশ স্বাধীনের পর যুক্ত হন অভিনয়ে। তার অভিনীত প্রথম নাটক ‘সর্পভ্রমে রজ্জু’ বিটিভিতে প্রচার হয়েছিলো। ১৯৭৫ সালে তিনি বিটিভির তালিকাভূক্ত শিল্পী হন।

ইবাংলা/এইচআর /২১ মার্চ ২০২৩

অভিনেতাখালেকুজ্জামান