মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক বহুমুখী বিশ্বকে শক্তিশালী করতে অবদান রাখছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, সামগ্রিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সম্পর্ক নিঃসন্দেহে বিশ্বব্যবস্থার মৌলিক নীতি ও বহুমুখী ব্যবস্থাকে জোরদার করতে সহায়ক ভূমিকা রাখছে।
আরও পড়ুন…কুয়েতে ছড়িয়ে পড়ছে তেল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা
পুতিন বলেন, এ ছাড়া উভয় দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও আলোচনার অনেক বিষয় রয়েছে। রুশ নেতা বলেন, কাল আমরা আমাদের অংশীদারদের অংশগ্রহণে এসব বিষয়ে আলোচনার সুযোগ পাব। আজ আমি আনন্দিত আপনি অনানুষ্ঠানিক ও বন্ধুত্বপূণর্ পরিবেশে আমাদের আগ্রহের সব বিষয়ে শান্তভাবে কথা বলতে ও আসতে সময় বের করা সম্ভব বলে মনে করেছেন।
চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে পুতিন এসব কথা বলেন। পুতিন ও শি তাদের মৌলিক বিষয় নিয়ে কথা বলতে উভয় দেশের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করবেন। উল্লেখ্য, চীনা প্রেসিডেন্ট বর্তমানে মস্কোয় তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন।
ইবাংলা/এইচআর /২১ মার্চ ২০২৩