দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই

গোলাম কিবরিয়া, বরগুনা প্রতিনিধিঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বরিশাল বিভাগ শিক্ষা ও সাংস্কৃতিক দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। বরগুনার বেতাগীর নুরজাহান আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কৃষি কলেজ ও তমা নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এ কথা বলেন।

আরও পড়ুনইসলামী বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানের ছুটি ২৩ শে মার্চ

মঙ্গলবার বিকেলে (২১ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার মোকামিয়া ইউনিয়নের লঞ্চঘাটে ৪ নম্বর ওয়ার্ডে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশকে সমৃদ্ধি ও শক্তিশালী করতে আগামী দিনে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির। দলীয় কোন প্রোগ্রাম না হওয়ায় জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন না। তবে কেন্দ্রীয় এ নেতার আগমনের কথা জানতে পেরে স্থানীয় অনেক নেতারা এসেছেন।

ইবাংলা/এইচআর /২১ মার্চ ২০২৩

বিকল্পশিক্ষার