বাড়তি দামে ব্রয়লার মুরগি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে তলব

ইবাংলা ডেস্কঃ

বাড়তি দামে ব্রয়লার মুরগি বিক্রির কারণ জানতে ৪টি প্রতিষ্ঠানকে তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই ৪ প্রতিষ্ঠান হলো কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ ও প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড। বৃহস্পতিবার (২৩ মার্চ)  দুপুরে তাদেরকে ভোক্তা অধিকার অধিদপ্তরে ডাকা হয়েছে।

আরও পড়ুন…বিকল্প উপায়ে ই-মেইল সার্ভিস চালু করলো বাংলাদেশ বিমান

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্তি দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অতিরিক্ত দামে মুরগি বিক্রির কারণ জানতে তাদের ডাকা হয়েছে। প্রতি কেজি মুরগির উৎপাদন খরচ তারা বলছে ১৩০ থেকে ১৪০ টাকা। কিন্তু, লাভের তো একটা সীমা থাকা উচিত। আমরা প্রমাণ পেয়েছি তারা ২২০ টাকা করে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছে। এর কারণটা কী সেটাই জানার জন্য তাদেরকে ডাকা হয়েছে।’

ইবাংলা/এইচআর /২৩ মার্চ ২০২৩

দামেব্রয়লার