পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য খুনের মামলার অন্যতম পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নামে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। বৃহস্পতিবার দিবাগত রাতে ইন্টারপোল ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় রবিউল ইসলামের নাম পাওয়া গেছে।
আরও পড়ুন… শামীম ওসমান অসুস্থ, হাসপাতালে ভর্তি
ইন্টারপোলের ওয়েবসাইটে ৬৩তম বাংলাদেশি অপরাধী হিসেবে মোস্ট ওয়ান্টেডের তালিকায় ৩৫ বছর বয়সী আরাভের নাম যুক্ত হয়েছে। এর আগে গত ২০ মার্চ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে।
২০১৮ সালে ৭ জুলাই ঢাকায় পুলিশের একজন পরিদর্শক মামুন এমরান খুনের আসামি আরাভ। স্বর্ণের দোকান উদ্বোধন করতে সম্প্রতি বাংলাদেশ থেকে এক ঝাঁক তারকার দুবাইতে যাওয়ার পর থেকেই মূলত আলোচনায় আসে আরাভের নাম। পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠায় বাংলাদেশ পুলিশের শাখা। পরবর্তীতে এ বিষয়টি ইন্টারপোল অবহিত হলে রেড নোটিশ জারি করে।
ইবাংলা/এইচআর /২৪ মার্চ ২০২৩