মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

ইবাংলা ডেস্কঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে। মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন। নিহতরা হলেন- উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহীদ বিশ্বাস (৬৯) এবং তার জামাতা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহীদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।

আরও পড়ুন… স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

চর এককরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ রফিক দফাদার বলেন, তারাবিহর নামাজ আদায় করে ডিঙ্গি নৌকায় শ্বশুর ও জামাতা গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। রাতের কোনো এক সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। ভোর রাতের দিকে নৌকায় শহীদ বিশ্বাসের ঝলসানো লাশ পায় জেলেরা। আর সকালে জেলেদের জালে আটকা পড়ে রাসেলের লাশ। মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. মজিবর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুজনের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ইবাংলা/এইচআর /২৭ মার্চ ২০২৩

জেলেরবজ্রপাতে