টানা জয়ের মধ্যে থাকা বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হারাল ২২ রানে। ১৯.২ ওভারে বাংলাদেশের ২০৭/৫; বৃষ্টির জন্য হয়নি শেষ চার বল। বৃষ্টি আইনে আইরিশদের টার্গেট ৮ ওভারে ১০৪। কিন্তু হাসান মাহমুদ, তাসকিন আহমেদের গতির ঝড়ে নাজেহাল সফরকারীদের ব্যাটিং লাইন। ১৬ রান খরচায় তাসকিনের ঝুলিতে ৪ উইকেট।
আরও পড়ুন… শেষ ওভারে বৃষ্টির হানা, দুইশ পার বাংলাদেশের
বৃষ্টির বাগড়ায় ২০ ওভারের ম্যাচ কমে ৮ ওভারে আসে। সফরকারীদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে বিনা উইকেটে ৩২ রান তুলে ম্যাচ জয়ের ভীত গড়ে তুলে আইরিশরা। তবে তাসকিন আহমেদের গতিতে মিডেল ওভারে বিপাকে পড়ে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ৮ ওভারে ৮১ রানে থামে পল স্টার্লিংয়ের দল। টাইগারদের হয়ে ৪টি উইকেট শিকার করেন পেসার তাসকিন।
এর আগে সাগরিকায় তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টসে হেরে আগে ব্যাট করতে নামে টাইগাররা। পাওয়ার প্লেতে লিটন দাস ও রনি তালুকদারের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় সাকিব আল হাসানের দল। শেষ পর্যন্ত রনির ৬৭ রানের বিধ্বংসী ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। শেষপর্যন্ত আয়ারল্যান্ডের ইনিংস থামে ৫ উইকেট হারিয়ে ৮১ রানে। বৃষ্টি আইনে ২২ রানের রোমাঞ্চকর জয় সাকিব আল হাসানের দলের।
ইবাংলা/এইচআর /২৭ মার্চ ২০২৩