সাকিব-লিটনের রেকর্ডের দিনে বাংলাদেশের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদকঃ

টি-টোয়েন্টিতে লিটন দাসের ক্যারিয়ারসেরা ব্যাটিং আর সাকিবের দুর্দান্ত বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখেই হেসেখেলেই জিতেছে টাইগাড়রা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশরা হার মেনেছে ৭৭ রানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে যথারীতি আগুনে রূপে আবির্ভূত হন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার। তাদের মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৩.৩ ওভারেই পঞ্চাশ রান পেরোয়, বাংলাদশের ইতিহাসে যা দ্রুততম দলীয় ফিফটি।

আরও পড়ুন… লিটনের রেকর্ড ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২০২

এরপর মাত্র ১৮ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়ে টি-টোয়েন্টিতে মোহাম্মদ আশরাফুলের ১৬ বছর পুরনো দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দেন লিটন কুমার দাস। লিটন-রনির ঝড়ে এরপর ভেঙেছে গত ম্যাচেই গড়া দ্রুততম দলীয় শতকের রেকর্ডও। আগের ম্যাচে ৫৩ বলে ১০০ করা বাংলাদেশ এই ম্যাচে সে মাইলফলক ছুঁয়েছে তার চেয়েও ১০ বল কম খেলে। লিটন সেঞ্চুরি এবং রনি ফিফটির আক্ষেপ নিয়ে আউট হলেও সাকিব-হৃদয়ের সময়োপযোগী ব্যাটিংয়ে টানা দ্বিতীয় ম্যাচে দুই শ ছাড়ানো স্কোর পায় বাংলাদেশ। বৃষ্টিতে ছোট হয়ে আসা ম্যাচে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রান স্কোরবোর্ডে জমা করে টাইগাররা।

পাহাড় সমান রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম বলেই অধিনায়ক পল স্টার্লিংকে হারায় আয়ারল্যান্ড। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এরপর শুরু সাকিবের ঘূর্ণিজাদু। ম্যাচে নিজের প্রথম বলে লরকান টাকারকে (৬) শিকার করেন সাকিব। নিজের কোটার পরের দুই ওভারে আরও দুটি করে উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পান বাংলাদেশ অধিনায়ক। এই মাইলফলকের সুবাদে কিউই পেসার টিম সাউদিকে ছাড়িয়ে আবারও টি-টোয়েন্টির শীর্ষ উইকেট সংগ্রাহক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ইবাংলা/এইচআর/২৯ মার্চ ২০২৩

রেকর্ডেরলিটনেরসাকিব