গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সোয়া আটটার দিকে পৌর শহরের কেওয়া গ্রামে স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন… ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
তিনি জানান, শ্রীপুর পৌর এলাকার বহুতল ভবনের কেওয়া গ্রামে স্কাইনিস পাওয়ার কোম্পানির কারখানায় কাজ করছিলেন ওই তিন শ্রমিক। সকাল ৯টার দিকে সেখানে বিদ্যুৎ সংযোগের সঙ্গে রডের সংস্পর্শে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় ওই তিন শ্রমিক বিদ্যুৎস্পর্শের পর অগ্নিদগ্ধ হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আগুনও নিয়ন্ত্রণ করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।
ইবাংলা/এইচআর/৩০ মার্চ ২০২৩