শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ থেকে শুরু হচ্ছে ১২-১৭ বছর বয়সি  স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা প্রদান। এ টিকা কার্যক্রমের আওতায় প্রায় পাঁচ হাজার স্কুলশিক্ষার্থীকে ফাইজারের করোনা টিকা দেয়া হবে। প্রথম দিনে আজ টিকা পাচ্ছে  রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। স্কুলটিতে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

৮টি কেন্দ্রে টিকা প্রদান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও আজ টিকা পাচ্ছে শুধু একটি কেন্দ্রের শিক্ষার্থীরা। বাকি কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে টিকা প্রদান শুরু হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১২টি কেন্দ্রে টিকা দেয়ার কথা থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় তা দেয়া যাচ্ছে না। এজন্য ৮টি স্কুলকে বেছে নেয়া হয়েছে। এবং প্রতিটি কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে আলাদা  চিকিৎকসা কেন্দ্র।

রাজধানীতে  নির্বোচিত কেন্দ্রগুলো হচ্ছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, ঢাকা কমার্স কলেজ, সাউথ ব্রিজ স্কুল, কাকলি স্কুল, এবংস্কলাস্টিকা

উল্লেখ্য , টিকা পেতে পূর্বেই শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

 

ইবাংলা/টিপি/ ১ নভেম্বর,২০২১

আইডিয়াল স্কুল এন্ড কলেজকরোনা টিকাস্কুল শিক্ষার্থী
Comments (0)
Add Comment