বান্দরবান রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের পাইক্ষ্যংপাড়ার এক অসহায় পরিবারকে বান্দরবান সেনা জোনের সহযোগিতায় মুমূর্ষ শিশু খ্রিস্টিয়াং বমকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। অসহায় এই পরিবারের ভুক্তভোগী শিশুটি দীর্ঘদিন যাবত দুরারোগ্য চর্ম রোগে আক্রান্ত হয়ে কষ্টের দিনাপাত করছে।
আরও পড়ুন… বান্দরবানে আগুনে পুড়ে ছাই ৫৩টি দোকান
বান্দরবান সেনা জোন খবর পেয়ে তাৎক্ষণিক পরিবারসহ শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সহায়তা শুরু করে এবং শিশুটির সার্বিক চিকিৎসা ব্যয়ভার সেনাজোন বহন করবে বলেও জানান।
এদিকে বৃহস্পতিবার সকালে বান্দরবান সেনা জোনের প্রতিনিধি হিসেবে রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান ভুক্তভোগী রোগীকে দেখাশোনা ও তদারকি করার জন্য বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শন করেছে। এসময় সংশ্লিষ্ট সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন।
ইবাংলা/এইচআর/৩০ মার্চ ২০২৩