কক্সবাজার সৈকতে ভেসে এলো অসংখ্য মৃত জেলিফিশ

ইবাংলা ডেস্কঃ

কক্সবাজার সৈকতে ফের ভেসে এলো শত শত মৃত জেলিফিশ। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শহরের কলাতলী পয়েন্ট সৈকতে সামুদ্রিক জোয়ারের সঙ্গে এসব মরা জেলিফিশ ভেসে আসে। খবর পেয়ে সন্ধ্যার পর ভেসে আসা এসব জেলিফিশের নমুমা সংগ্রহ করতে যায় বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট- বোরির একদল বিজ্ঞানী।

আরও পড়ুন… শনিবার থেকে পাওয়া যাবে ঈদের অগ্রিম টিকিট

বোরির কেমিক্যাল ওশানোগ্রাফি বিভাগের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই। লোবোনিমুইডিস রোবোস্টাস বা সাদা নুইন্না প্রজাতির এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোন ধরণের ক্ষতি হয়না। তবে আরো বিস্তারিত গবেষণার জন্য তারা নমুনা সংগ্রহ করছে। তরিকুল বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রাকৃতিক ভাবেই এসব জেলিফিশ ভেসে এসেছে সৈকতে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরের কলাতলী পয়েন্ট সৈকতে ফের মৃত জেলিফিশ ভেসে আসার খবর পেয়ে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলামের নেতৃত্বে বোরি’র কুইক রেসপন্স টিমের বিজ্ঞানীরা ঘটনাস্থলে যান এবং প্রজাতি শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেন। কক্সবাজার সৈকতে এবারই প্রথম এই জাতের জেলিফিশ ভেসে আসতে দেখা যায়। এর আগে পটুয়াখালীতেও এই জাতের জেলিফিশ ভেসে আসার খবর পাওয়া যায়।

ইবাংলা/এইচআর/৩০ মার্চ ২০২৩

কক্সবাজারজেলিফিশমৃত