দেশে আরও ৫ জনের করোনা শনাক্ত

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও পাঁচ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৩৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে এক হাজার ২৪৩টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ।

আরও পড়ুন: ফের বাড়লো হজযাত্রী নিবন্ধনের সময়

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৮ হাজার ২৩ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৪৬ জনের। সুস্থ হয়েছেন ২০ লাখ পাঁচ হাজার ৫৩৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

ইবাংলা/এসআরএস