উত্তরা-আগারগাঁও রুটে চালু হলো মেট্রোরেলের সব স্টেশন

নিজস্ব প্রতিবেদকঃ

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হয়েছে। এর মধ্যে দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হয়ে গেল। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টায় উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটির গেট খোলা হয় এবং সাড়ে ৮টার পর থেকে ট্রেন থামতে শুরু করে। নতুন দুটি স্টেশনের মধ্যে আগারগাঁও থেকে শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ৪০ টাকা। আর উত্তরা থেকে উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ২০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা ঠিক করেছে কর্তৃপক্ষ

আরও পড়ুন…  ফের বাড়লো হজযাত্রী নিবন্ধনের সময়

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, নতুন দুই স্টেশন চালু করতে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। যারা স্টেশন পরিচালনায় সমন্বয় করবে। উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশনের মাধ্যমে যাত্রা শুরু হয় মেট্রোরেলের। এরপর ধাপে ধাপে পল্লবী, উত্তরা সেন্টার, মিরপুর-১০ স্টেশন খুলে দেয়া হয়। গত ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন খুলে দেওয়া হয়।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। ২০১২ সালে এই প্রকল্প হাতে নেয় সরকার। ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় অংশ ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

ইবাংলা/এইচআর/৩১ মার্চ ২০২৩

আগারগাঁওউত্তরামেট্রোরেলেররুটে