বরগুনায় ডিবি পুলিশকে ছুরিকাঘাতে আহতের ঘটনায় গ্রেপ্তার ১

গোলাম কিবরিয়া, বরগুনা -

বরগুনার পাথরঘাটায় মাদকের অভিযানের সময় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সদস্যসহ ৩ জনকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকা এজাহারভুক্ত ৩ জনের মধ্যে আবদুর রব নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব ৭ ও ৮।  শুক্রবার (৩১ মার্চ) র‌্যাবের যৌথ অভিযানে কক্সবাজার হতে চট্টগ্রামের নিজ ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা করলে পটিয়া-আনোয়ারা সংযোগ সড়কের মোর থেকে গ্রেফতার করে।

র‌্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানী অধিনায়ক তুহিন রেজার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি শনিবার (১ এপ্রিল) জানান, ঘটনার পর থেকে র‌্যাব-৮, বিষয়টি গুরুত্বসহকারে কার্যক্রম আরম্ভ করে এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তৎপরতায় ও র‌্যাব-৭ এর অভিযানে আসামি আব্দুর রব এর অবস্থান সনাক্ত করে।

এর আগে গত ১৮ ই মার্চ শনিবার বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ডিবি পুলিশের একটি দল মাদক অভিযান করে। এ সময় তাদের উপর মাদক ব্যবসায়ীরা ধারালো ছুরি নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় ডিবি পুলিশের একজন সদস্যসহ ৩ জন আহত হন।

এ সময় মাদক ব্যবসায়ী সৈকত হোসেন ও তার লোকজন দেশিয় অস্ত্র (চাকু) দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশ সদস্যসহ পুলিশের সোর্স আহত হয়। পরে ডিবি পুলিশের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পরে পাথরঘাটা থানায় ঘটনার সাথে সরাসরি জড়িত ৩ জনকে আসামী করে মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী আব্দুর রব হাওলাদার।

আব্দুর রব এর বাড়ি পাথরঘাটা হলেও সে মাদক কারবারির সূত্রে চট্টগ্রামের ষ্টিল মিল এলাকায় বসবাস করে। সে মাদক চট্টগ্রাম ও কক্সবাজার হতে মাদক সংগ্রহ করে তা বরগুনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে বিক্রয় করে। ঘটনার পর থেকেই আব্দুর রব পালিয়ে কক্সবাজারে অবস্থান করে। আবদুর রবের গতিবিধি লক্ষ করে র‌্যাবের গোয়েন্দারা।

শুক্রবার কক্সবাজার হতে চট্টগ্রামে নিজ ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা করলে র‌্যাব-৭ এর সদস্যরা আবদুর রবকে পটিয়া-আনোয়ারা সংযোগ সড়কের মোর থেকে গ্রেফতার করে। তিনি আরও বলেন, আসামী আব্দুর রব হাওলাদারের ক্রিমিনাল রেকর্ড বিশ্লেষণ করলে দেখা যায় যে, চট্টগ্রাম ও বরগুনা জেলায় ৩টি মাদক মামলা ও পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে দায়েরকৃত মামলাসহ সর্বমোট ৪ টি মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে শনিবার পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছুরিকাঘাতেডিবি পুলিশকেরগুনায়