ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭, অনেকেই নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্কঃ

ইকুয়েডরে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে এ ভূমিধসের ঘটনায় উদ্ধারকারী দল এখনও প্রায় কয়েক ডজন নিখোঁজ লোকের সন্ধান করছে। কর্মকর্তারা জানিয়েছেন, মুষলধারার বৃষ্টির পর, গত রবিবারের শেষ দিকে পাহাড়ের একটি বিশাল অংশ ভেঙে পড়ে এবং আলাউসি শহরের কিছু অংশ চাপা পড়ে, এতে অন্তত ১৬৩টি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়েছে।

আরও পড়ুন… ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার ইরানের

উদ্ধারকারীরা রাজধানী কিতো থেকে প্রায় ১৮০ মাইল (৩০০ কিলোমিটার) দক্ষিণের শহরটিতে ধ্বংসস্তুপের মধ্যে গত ছয়দিন ধরে কয়েক ডজন লোকের সন্ধান চালিয়ে যাচ্ছে। এতে মৃতের সংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলেছে।

তবে শনিবারের মধ্যে এই সংখ্যা বেড়েছে, ভূমি ধ্বসের পর ‘২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। কয়েক মাস ভারী বৃষ্টিপাতের পর, সরকার গত সপ্তাহে দেশের ২৪টি প্রদেশের মধ্যে ১৩টিতে দুই মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরায় ত্রাণ সহায়তা বিতরণ করার অনুমতি দিয়েছে।

ইবাংলা/এইচআর/২ এপ্রিল ২০২৩

কুয়েডরেভূমিধসেমৃতের