অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক হতে চায় আর্জেন্টিনা

ক্রীড়াঙ্গন ডেস্কঃ

আয়োজক স্বত্ব হারানোর কারণে ইন্দোনেশিয়ার পরিবর্তে নতুন আয়োজক হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক বিড জমা দিয়েছে আর্জেন্টিনা। এখনো পর্যন্ত একমাত্র দেশ হিসেবে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিফা ব্যুরো দুই থেকে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নিবে আদৌ তারা এই প্রস্তাব গ্রহণ করবে কিনা। আগামী ২০ মে থেকে ছোটদের এই বিশ্বকাপ শুরু হবার কথা রয়েছে।

আরও পড়ুন… সুপার ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার জয়

শুক্রবার প্যারাগুয়েতে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কমমেবল) কংগ্রেস শেষে সংবাদ সম্মেলনে ফিফা বস বলেন, ‘আমরা সবাই আর্জেন্টিনা ফুটবল সম্পর্কে জানি। আমরা নিশ্চিত এই পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের সামর্থ্য তাদের রয়েছে। আরও কিছু দেশ এ ব্যাপারে তাদের আগ্রহের কথা জানিয়েছে। কিন্তু সরকারি ভাবে আর্জেন্টিনা আজ বিস্তারিত ভাবে বিড জমা দিয়েছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব।’ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে আপত্তির জেরে ফিফা ইন্দোনেশিয়ার আয়োজক স্বত্ব বাতিল করে।

ইবাংলা/এইচআর/২ এপ্রিল ২০২৩

আয়োজনআর্জেন্টিনাবিশ্বকাপ