জামিন চেয়ে আবেদন সাংবাদিক শামসুজ্জামানের

নিজস্ব প্রতিবেদকঃ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের পক্ষে জমিন আবেদন করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে আইনজীবীর মাধ্যমে তিনি জামিন চেয়ে আবেদন করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সোমবার সকালে এই আবেদন করেন তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। দুপুর দেড়টার দিকে আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন… মুক্তিযুদ্ধের ইতিহাস শতকরা ৫০ ভাগই উত্থাপিত হয়নি

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলোর অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনের জেরে গত ৩০ মার্চ মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়। মামলায় আসামি করা হয় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং প্রত্রিকাটির নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকে। এ ছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন। এই মামলায় জামিন পেয়েছেন মতিউর রহমান। তবে এখনো কারাগারে আছেন শামসুজ্জামান।

ইবাংলা/এইচআর/৩ এপ্রিল ২০২৩

জামিনশামসুজ্জামানেরসাংবাদিক