রাজধানীর আফতাবনগরে ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় অপূর্ণা আক্তার ইতি নামের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। গতকাল রোববার রাতে আফতাবনগরের বি ও সি ব্লকের মাঝামাঝি সিরাজ কনভেনশনের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। ওই ছাত্রীর নাম অপূর্ণা আক্তার ইতি। তিনি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।
আরও পড়ুন… গুলশান ক্লাবে ইউকে জিনিয়াস অ্যাওয়ার্ড ও বিজনেস সামিট অনুষ্ঠিত
ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী তানভীর কায়েস বলেন, রাতে জিম থেকে বাসার (রয়েল’স হোস্টেল) উদ্দেশে রওনা হয় ইতি। এ সময় ৩-৪ জন ছিনতাইকারী পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। ইতি এগুলো দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। পরে একপর্যায়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সব নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালে চিকিৎসা নেওয়া শেষে ওই ছাত্রী বাসায় ফিরেছেন। ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।