আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয় দুই দলের একমাত্র টেস্ট। টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশে দলে চোটের কারণে নেই পেসার তাসকিন আহমেদ।

আরও পড়ুন… বেনজেমার ৭ মিনিটের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

এবাদত, খালেদের সঙ্গে বাঁ হাতি পেস বোলার শরিফুল। ইনজুরির কারনে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করা তামিম ইকবাল ফিরেছেন টেস্টে।
আয়ারল্যান্ডের হয়ে এদিন ৭ ক্রিকেটারের হয়েছে টেস্ট অভিষেক। টেস্ট অভিষিক্তরা হলেন মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, গ্রাহাম হিউম, বেন হোয়াইট। জিম্বাবুয়ের হয়ে আটটি টেস্ট খেলা পিজে মুর এই খেলায় আয়ারল্যান্ডে অভিষেক হবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

ইবাংলা/এইচআর/৪ এপ্রিল ২০২৩

আয়ারল্যান্ডেরবাংলাদেশ