বঙ্গবাজারের আগুন ছড়িয়েছে মহানগর শপিং কমপ্লেক্সে

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন ছড়িয়ে পড়েছে পাশের মহানগর শপিং কমপ্লেক্সে। বেলা ১১টার দিকে মহানগর শপিং কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। এটির পাশেই পুলিশ সদর দপ্তর। সেখানেও আগুন ছড়িয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আরও পড়ুন… ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বঙ্গবাজারের আগুন

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল। ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের পাইপে পানি নেই। তারা মার্কেটের ভেতরে না ঢুকে বাইর থেকে পানি দিচ্ছে। অথচ, এটা টিনের মার্কেট হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যরা। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ফেলা হচ্ছে। সকাল ৯টার পর থেকে বাহিনীর হেলিকপ্টার দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা গেছে।

ইবাংলা/এইচআর/৪ এপ্রিল ২০২৩

আগুনবঙ্গবাজারের