দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদকঃ

প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বঙ্গবাজারের আগুন। বহু ব্যবসায়ীকে পথে বসিয়ে দেয়া এ আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে উদ্ধারকারীদের। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সব বাহিনীর সদস্যরা। এরই মধ্যে সেখানে কাজ শুরু করেছে বিমানবাহিনীর হেলিকপ্টার। সকাল ৯টার পর থেকে বাহিনীর হেলিকপ্টার দিয়ে পানি ছুড়তে দেখা গেছে।

আরও পড়ুন… পুলিশ হেড কোয়ার্টারের ভেতরে আগুন, বন্ধ জরুরি সেবা ৯৯৯

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে মার্কেটটিতে আগুনের খবর পেয়ে ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ৫০টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বঙ্গবাজারই দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট। ঈদকে কেন্দ্র করে রোজা শুরুর পর থেকেই ধীরে ধীরে জমে ওঠে এ মার্কেটের ব্যবসা। এ বছরও জমতে শুরু করেছিল বঙ্গবাজারের কেনাবেচা। কিন্তু হঠাৎ লাগা আগুন সব কেড়ে নিয়েছে ব্যবসায়ীদের।

আরও পড়ুন…আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে বিমান বাহিনীর হেলিকপ্টার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ার সার্ভিসের চারকর্মীসহ ১০ জনের মতো আগুনের ঘটনায় অসুস্থ হয়ে হাসপতালে আসেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ইবাংলা/এইচআর/৪ এপ্রিল ২০২৩

আগুননিয়ন্ত্রণেবঙ্গবাজারের