দেশের ছয় জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়ে আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টায় তা বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ঢাকাসহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন… বিআইডব্লিউটিএতে ‘সিবিএ’র বিরুদ্ধে যতবার মামলা ততবার খারিজ!
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তিনি আরও জানান, রাজশাহী, পাবনা, যশোর, ফরিদপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের রাজারহাটে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চায়াডাঙ্গায় ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ইবাংলা/এইচআর/৫ এপ্রিল ২০২৩